গোপনীয়তা নীতি (Privacy Policy)

Last Updated: January 2026

আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার।

1তথ্য সংগ্রহ (Data Collection)

সেবা প্রদানের লক্ষ্যে আমরা নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করি: নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, ব্যবসার নাম এবং ঠিকানা। পেমেন্ট প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় ট্রানজ্যাকশন আইডি ছাড়া আমরা কোনো ব্যাংকিং বা কার্ডের গোপন তথ্য সংরক্ষণ করি না।

2তথ্যের ব্যবহার (Usage)

  • আপনার একাউন্ট পরিচালনা ও কাস্টমার সাপোর্ট প্রদান।
  • নতুন ফিচার বা অফার সম্পর্কে ইমেইল বা এসএমএস এর মাধ্যমে জানানো।
  • প্রতারণা রোধ এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা।

3তথ্য শেয়ারিং (Third Party)

আমরা কোনো ৩য় পক্ষ বা মার্কেটিং এজেন্সির কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। শুধুমাত্র আইনগত বাধ্যবাধকতা থাকলে (যেমন: সরকারি নির্দেশ) আমরা তথ্য প্রকাশ করতে বাধ্য হতে পারি।

4কুকিজ ও ট্র্যাকিং

ইউজার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য আমরা ব্রাউজার কুকিজ ব্যবহার করি। এটি আপনার লগইন সেশন মনে রাখতে সাহায্য করে। আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে এটি বন্ধ করতে পারেন।